ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুই একদিনের মধ্যে করোনার ‘ওষুধ’ নেওয়া শেষ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৬, ২১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দুই একদিনের মধ্যে করোনার ‘ওষুধ’ নেওয়া শেষ: ট্রাম্প

ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের উপকারিতার প্রমাণ না পাওয়া গেলেও তা গ্রহণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার হঠাৎ করে জানান, প্রায় দেড় সপ্তাহ ধরে নিয়মিত ওষুধটি নিচ্ছেন তিনি। কয়েকদিনের মধ্যে তা নেওয়া বন্ধ করবেন বলে বুধবার নিশ্চিত করেছেন ট্রাম্প।

প্রেসক্রিপশন অনুযায়ী দুই একদিনের মধ্যে ওষুধটি নেওয়ার দিন শেষ মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। করোনার চিকিৎসায় ৭৩ বছর বয়সী ট্রাম্প ম্যালেরিয়ার ওষুধের কতদিন ধরে নিচ্ছেন বা ডোজ কত, তার বিস্তারিত জানায়নি হোয়াইট হাউজ।

শত সমালোচনার মুখেও ওষুধ নেওয়ার সিদ্ধান্তকে সঠিক মনে করছেন ট্রাম্প, ‘আমি মনে করি এটা আপনাকে বাড়তি নিরাপত্তা দেবে। আপনারা জিজ্ঞাসা করতে পারেন, অনেক ডাক্তার এটার পক্ষে। হাইড্রোক্সি না নেওয়া পর্যন্ত অনেক স্বাস্থ্যকর্মী কাজে যায় না। তাই এই সিদ্ধান্ত নেওয়া ছিল ব্যক্তিগত।’

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে সতর্ক করলেও হোয়াইট হাউজের এক ফিজিশিয়িানের দাবি, ঝুঁকি কমাতে এটি ব্যবহার করা যেতে পারে।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়