ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কোভিড-১৯ এর চেয়েও বড় দুর্যোগ ঘূর্ণিঝড় আম্ফান: মমতা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৮, ২১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কোভিড-১৯ এর চেয়েও বড় দুর্যোগ ঘূর্ণিঝড় আম্ফান: মমতা

করোনাভাইরাস মহামারিতে থমকে গেছে অর্থনীতি। মরার উপর খাঁড়ার ঘা হয়ে এলো ঘূর্ণিঝড় আম্ফান। ভারত ও বাংলাদেশের পাশ দিয়ে গেছে সুপার সাইক্লোন। দুর্বল হয়ে বাংলাদেশের উপকূলে আঘাত হানার আগে পশ্চিমবঙ্গে তাণ্ডব চালিয়েছে আম্ফান। ভারতের এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘূর্ণিঝড়ের ভয়াবহতা প্রকাশ করতে গিয়ে বলেন, কোভিড-১৯ এর চেয়েও বড় দুর্যোগ ঘূর্ণিঝড় আম্ফান।

বুধবার সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘রাজ্যের দক্ষিণাংশের পুরোটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা হতভম্ব। দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগণা ঝড়ের দাপটে প্রায় ধ্বংস। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে তিন থেকে চারদিন লাগবে। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্নের সঙ্গে অনেক বাড়িঘর ধ্বংস করেছে ঘূর্ণিঝড়। সেতু ও বাঁধেরও ব্যাপক ক্ষতি করেছে।’

মমতার তথ্য মতে, প্রশাসনের সহায়তায় প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড়ের কারণে ভূমিধসে ভারতের পূর্বাঞ্চলে অন্তত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়