ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

যে ১২টি দেশে এখনো করোনাভাইরাস ছড়ায়নি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৫, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যে ১২টি দেশে এখনো করোনাভাইরাস ছড়ায়নি

মহামারি করোনাভাইরাস বিশ্বের ২১৩টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত করেছে ৫১ লাখ ৮৮ হাজার ৭১৪ জনকে। প্রাণ কেড়ে নিয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৫৮ জনের।

গোটা বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম করোনাভাইরাস। এই আতঙ্কের মধ্যেও নির্ভাবনায় আছে ১২টি দেশ। কারণ, দেশগুলোতে এখনো মহামারি করোনাভাইরাস ছড়ায়নি। খবর আল জাজিরার।

চলুন দেখে নেওয়া যাক বিশ্ব মানচিত্রের বুকে কোন সে ১২টি দেশ যেখানে এখনো পৌঁছায়নি বিশ্বের ত্রাস হয়ে ওঠা করোনাভাইরাস।

১. কিরিবাতি

২. মার্শাল আইল্যান্ড

৩. মাইক্রোনেসিয়া

৪. নাউরু

৫. উত্তর কোরিয়া

৬. পালাউ

৭. সামোয়া

৮. সলোমান আইল্যান্ড

৯. টেঙ্গো

১০. তুর্কমেনিস্তান

১১. ট্যুভালু  এবং

১২. ভানুয়াতু।

এপ্রিলের ১৩ তারিখ পর্যন্ত এই তালিকায় ছিলো ১৬টি দেশ। তার মধ্যে চারটি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সবশেষ করোনা ছড়িয়ে পড়া দেশের তালিকায় রয়েছে—কমোরস, লেসোথো, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে ও তাজিকিস্তান।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়