ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাস্ক পরেছি দেখিয়ে সাংবাদিকদের আনন্দ দিতে চাইনি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৪, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মাস্ক পরেছি দেখিয়ে সাংবাদিকদের আনন্দ দিতে চাইনি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আরেকটি বিতর্কিত দিন কাটলো বৃহস্পতিবার। করোনাভাইরাসে মারাত্মক আক্রান্ত অঙ্গরাজ্য মিশিগানের একটি ফোর্ড প্ল্যান্টে গিয়েছিলেন। সেখানে প্রত্যেককে মাস্ক পরা বাধ্যতামূলক করেছিল বর্তমানে ভেন্টিলেটর ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) উৎপাদন করা প্রতিষ্ঠানটি। কিন্তু টিভি ক্যামেরার সামনে মাস্ক পরলেনই না মার্কিন প্রেসিডেন্ট।

ফোর্ডের নির্বাহী কর্মকর্তাদের মাস্ক পরে থাকতে দেখা গেছে। কিন্তু ট্রাম্পের মুখে মাস্ক দেখা যায়নি। তাই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। উত্তর দিলেন সাংবাদিকদের কটাক্ষ করে, ‘আগে একটা ছিল আমার, ভেতরে আমি পরেছিলাম। আমি মাস্ক পরেছি দেখিয়ে সাংবাদিকদের আনন্দ দিতে চাইনি।’

প্ল্যান্টে গিয়ে ট্রাম্পের মাস্ক না পরা গ্রহণযোগ্য কিনা প্রশ্নে ফোর্ডের নির্বাহী সভাপতি বিল ফোর্ড বলেছেন, ‘এটা তার ব্যাপার।’ ট্রাম্প হাসতে হাসতে বললেন, ‘সত্যি কথা, আমার মনে হয় মাস্কে আমাকে দেখতে আরো ভালো লাগে।’

ট্রাম্পের মাস্ক না পরার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল, ‘আজকের এই ঘটনা ছিল চরম হতাশার এবং এখনো মানতে পারছি না। প্রেসিডেন্ট একজন ধৃষ্ট শিশুর মতো, যে নিয়ম মানতে নারাজ এবং আমি বলবো এটা কোনো মজার বিষয় নয়।’


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়