ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জাপানে আরো তিন জেলায় জরুরি অবস্থা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৯, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জাপানে আরো তিন জেলায় জরুরি অবস্থা প্রত্যাহার

জাপান সরকার দেশের আরো তিন জেলা থেকে জরুরি অবস্থা তুলো নিলো। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় বৃহস্পতিবার ওসাকা, কিয়োটো ও হিওগো জরুরি অবস্থামুক্ত হলো।

করোনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত টোকিও ও হোক্কাইডোসহ পাঁচ জেলায় এখনো জরুরি অবস্থা থাকছে। এসব এলাকা থেকেও জরুরি অবস্থা তুলে নেওয়া যায় কিনা সেই সিদ্ধান্ত সোমবার নেবে সরকার।

করোনার সংক্রমণ ঠেকাতে গত ১৬ এপ্রিলে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিল সরকার। গত বৃহস্পতিবার ৪৭ জেলার ৩৯টি থেকে তা প্রত্যাহার করে নেয়। এবার তার সঙ্গে যুক্ত হলো আরো তিন জেলা।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, নতুন করে ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু ১৯ জনের। তাতে মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৫১ জন এবং প্রাণহানি ৮০৯ জনের।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়