ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মানবদেহে করোনার টিকা পরীক্ষার দ্বিতীয় ধাপের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৩, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মানবদেহে করোনার টিকা পরীক্ষার দ্বিতীয় ধাপের প্রস্তুতি

মানবদেহে করোনাভাইরাসের টিকা পরীক্ষার দ্বিতীয় ধাপের প্রস্তুতি শুরু করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই ধাপে ১০ হাজার ২৬০ জন মানুষের ওপর পরীক্ষা চালানো হবে বলে এক বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্ভাব্য প্রতিষেধক উদ্ভাবন ও বাজারজাতকরণে যুক্তরাজ্যের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

প্রথম ধাপে মানবদেহে টিকা প্রয়োগ করা হয় গত ২৩ এপ্রিল, ওই পরীক্ষায় অংশ নেন সহস্রাধিক স্বেচ্ছাসেবক। দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীর সংখ্যা ব্যাপক হারে বাড়ানো হচ্ছে। এবার বয়স্ক ও শিশুদেরও পরীক্ষায় যুক্ত করা হচ্ছে।

তৃতীয় ধাপে দেখা হবে ১৮ বছরের বেশি বয়সীদের ওপর প্রতিষেধক কীভাবে কাজ করে। শেষ ধাপে অংশগ্রহণকারী আরো বাড়বে।

অক্সফোর্ড প্রতিষেধক দলের প্রধান অধ্যাপক অ্যান্ড্রু পোলার্ড বলেছেন, গবেষণা ‘খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে’ এবং পরের ধাপে ‘পরীক্ষায় দেখা হবে বৃহত্তর পরিসরে এটা কতটা সুরক্ষা দেয়’।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন বৃহস্পতিবার জানায়, অ্যাস্ট্রাজেনেকা এক ঘোষণায় সম্ভাব্য টিকার অন্তত ৪০ কোটি ডোজ উৎপাদনে চুক্তি করছে।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়