ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতে একদিনে ৬৬৫৪ জনের করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১১, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভারতে একদিনে ৬৬৫৪ জনের করোনা শনাক্ত

ভারতে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা কমছেই না। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৫৪ জনের করোনা পজিটিভ এসেছে।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৫ হাজার ১০১ জন। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ১৩৭ জনের। শনিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৭২০ জন।

দেশে বর্তমানে করোনায় চিকিৎসা নিচ্ছে ৬৯ হাজার ৫৯৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫১ হাজার ৮২৪ জন। সেরে ওঠার হার ৪১ শতাংশ।

করোনায় সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র, সেখানে ৪৪ হাজার ৫৮২ জন আক্রান্ত ও ১ হাজার ৫১৭ জন মারা গেছে।

গত মার্চের শেষ দিকে সংক্রমণ ঠেকাতে ভারতে লকডাউন জারি করা হয়। তা চতুর্থ দফায় বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয় গত সপ্তাহে।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়