ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জাদুঘর ও দর্শনীয় স্থান খুলে দিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জাদুঘর ও দর্শনীয় স্থান খুলে দিচ্ছে ইরান

ঈদুল ফিতর উপলক্ষ্যে জাদুঘর ও ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো খুলে দিচ্ছে ইরান। শনিবার প্রেসিডেন্ট হাসান রুহানি টেলিভিশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, জাদুঘর ও ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো খুলে দেওয়া হবে। আর শিয়া মতাবলম্বী ইরানির পবিত্র স্থান মাজারগুলো খুলে দেওয়া হবে সোমবার।

এর আগে গত সপ্তাহে রুহানি জানিয়েছিলেন, মাজারগুলো সকালে তিন ঘণ্টা ও বিকেলে তিন ঘণ্টার জন্য খুলে দেওয়া হবে। মাজারে যাওয়ার কিছু সরু পথ বন্ধ করে দেওয়া হবে। রমজানের পর খুলে দেওয়া হবে দেশের সব রেস্তোরাঁ। এছাড়া আগামী রোববার থেকে কাজে ফিরতে শুরু করবে সব শ্রমিক।

ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘করোনাভাইরাসের জন্য আমরা তিন ধাপ পাস করেছি বলতে পারি।’

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাসে এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর মারা গেছে সাত লাখের বেশি ভাইরাস আক্রান্ত।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়