ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রাজিলে উদ্বেগজনক হারে বাড়ছে আদিবাসীদের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৪, ২৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাজিলে উদ্বেগজনক হারে বাড়ছে আদিবাসীদের মৃত্যু

হাসপাতাল থেকে দূরের বাসস্থান এবং প্রায় সময় মৌলিক অবকাঠামোর অভাব, সঙ্গে অপ্রতুল সহায়তা- এসবের কারণে কোভিড-১৯ রোগে উদ্বেগজনক হারে মারা যাচ্ছে ব্রাজিলের আদিবাসীরা।

করোনায় ব্রাজিলের মোট জনসংখ্যার তুলনায় আদিবাসী মৃত্যুর হার দ্বিগুণ। দেশটির আদিবাসীর সহায়তাকারী গ্রুপ আর্টিকুলেশন অব ইন্ডিজেনাস পিপলস অব ব্রাজিল (এপিআইবি) ৯ লাখ আদিবাসীদের আক্রান্ত ও মৃত্যু বিশ্লেষণ করে এ তথ্য দিয়েছে।

এপিআইবি করোনভাইরাসে ৯৮০টিরও বেশি নিশ্চিত আক্রান্ত ও কমপক্ষে ১২৫ জনের মৃত্যুর খবর রেকর্ড করেছে। যেখানে জাতীয় মৃত্যুর হার ৬.৪ শতাংশের বিপরীতে আদিবাসী জনগোষ্ঠীর মৃত্যুর হার ১২.৬ শতাংশ।

আদিবাসী ব্যক্তিরা যারা পড়াশোনা করতে বা কাজের সন্ধানে বৃহত্তর শহর বা শহুরে অঞ্চলে চলে এসেছে তারাও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার ঝুঁকিতে। এছাড়া দুর্গম অঞ্চলে বাস করা এই গোষ্ঠীর মৌলিক স্বাস্থ্যবিধিসম্মত ব্যবস্থা না থাকতে পারাটাও কারণ।

গত এপ্রিলে প্রথম ব্রাজিলিয়ান আদিবাসী হিসেবে মারা যায় আমাজনের একটি প্রত্যন্ত গ্রামের ১৫ বছর বয়সী ছেলে ইয়ানোমামি।

শনিবার পর্যন্ত ব্রাজিলে করোনায় মোট আক্রান্ত ৪৭ হাজারের বেশি। আর মৃত্যু ছাড়িয়েছে ২২ হাজার।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়