ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্পেনে মৃতের সংখ্যা ২ হাজার কমলো

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ২৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
স্পেনে মৃতের সংখ্যা ২ হাজার কমলো

মহামারি করোনাভাইরাসে স্পেনে রোববার পর্যন্ত মোট মৃতের সংখ্যা ছিলো ২৮ হাজার ৭৫২। তবে সোমবার (২৫ মে) সেই তালিকা থেকে প্রায় ২ হাজার জন কমে গেছে। তাতে মোট মৃতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৩৪ এ। খবর আল জাজিরার।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি স্বাস্থ্য সেবার সমন্বয়ক ফার্নান্দো সিমন জানিয়েছেন, মূলত করোনাভাইরাসের সংকটকালীন মৃতের তালিকায় একই নাম একাধিকবার এসেছে। সেগুলো সংশোধন করে সোমবার নতুন তালিকা প্রকাশ করে আটলান্টিক পাড়ের দেশটি। তাতে মোট মৃতের তালিকা থেকে প্রায় ২ হাজার জন কমে যায়।

গেল ২৪ ঘণ্টায় স্পেনে করোনাভাইরাসে কোনো মৃত্যু দেখানো হয়নি। তবে নতুন করে আক্রান্ত হয়েছে ১৩২ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৮২ হাজার ৮৫২ জন।

নতুন হিসাব অনুযায়ী গেল এক সপ্তাহে স্পেনে করোনায় মারা গেছে মাত্র ৫০ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়