ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অস্ট্রেলিয়ায় মানবদেহে করোনার টিকা পরীক্ষা শুরু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়ায় মানবদেহে করোনার টিকা পরীক্ষা শুরু

করোনাভাইরাস প্রতিরোধে এখনো কার্যকরী কোনো ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে বিশ্বের দশম কোম্পানি হিসেবে অস্ট্রেলিয়ায় মানবদেহে করোনার টিকা পরীক্ষা শুরু করতে যাচ্ছে ম্যারিল্যান্ডভিত্তিক বায়োটেকনলোজি ফার্ম নোভাভ্যাক্স।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ব্রিসবেনে ১৩১ জন স্বেচ্ছাসেবীকে দেওয়া হবে এই টিকা। বার্তা সংস্থা এপিকে এই পরীক্ষার কথা জানান কোম্পানির গবেষক প্রধান গ্রেগরি গ্লেন, ‘আমরা এখনো প্রাথমিক পর্যায়ে আছি। আশা করি এ বছরের শেষদিকে একটি কার্যকরী টিকা পাবো।’

নোভাভ্যাক্স জানিয়েছে, প্রাণীদেহে এই টিকা অল্প ডোজে প্রয়োগ করে সাফল্যের ‍মুখ দেখেছে তারা। মানবদেহে পরীক্ষার ফল জুলাইয়ে জানা যাবে আশাবাদী গ্রেগরি, ‘প্রথম পরীক্ষা ফলপ্রসূ হলে দ্বিতীয় ধাপে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে নোভাভ্যাক্সের। এই টিকায় করোনা কমানো যায় কিনা তাও পরীক্ষা করা হবে।’

এখন পর্যন্ত বিশ্বে অন্তত ৯২টি টিকা নিয়ে গবেষণা চলছে, যার মধ্যে ২২টি আশাবাদী করে তুলেছে গবেষকদের।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়