ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

১৫ জুন থেকে ব্রিটেনে অপ্রয়োজনীয় দোকানপাট খুলছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
১৫ জুন থেকে ব্রিটেনে অপ্রয়োজনীয় দোকানপাট খুলছে

করোনাভাইরাসের বিস্তার এখনকার মতো নিয়ন্ত্রণের রাখতে পারলে ব্রিটেনে ১৫ জুন থেকে সব অপ্রয়োজনীয় খুচরা দোকানপাট খোলা হবে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটেনে করোনায় মারা গেছেন ৩৬ হাজার ৯১৪ জন,যা ইউরোপে সর্বোচ্চ। তবে বর্তমান সময়ে সংক্রমণ ও মৃত্যু কমতে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনা করে ১ জুন থেকে আউটডোর মার্কেট ও ছোট বাচ্চাদের জন্য স্কুল খোলা হচ্ছে।

জনসন বলেছেন, ‘আমরা যে অগ্রগতি ধরে রেখেছি, তাতে আমি আত্মবিশ্বাসী যে ব্রিটিশ জনগণ এবার পরবর্তী ধাপে যেতে পারে। ১৫ জুন থেকে আমরা সব অপ্রয়োজনীয় দোকানপাট খোলার অনুমতি দেবো। ডিপার্টমেন্টাল স্টোর থেকে শুরু করে ছোটখাটো খুচরা দোকান খোলা যাবে।’ তবে তার আগে কোভিড-১৯ রোগের বিরুদ্ধে দেশ কতটা নিরাপদ তা নিশ্চিত করতে হবে।

১৫ জুন থেকে প্রাপ্তবয়স্কদের জন্যও স্কুল খোলা হবে বললেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তবে সবাইকে সতর্ক থাকার কথা মনে করিয়ে দিলেন জনসন, ‘আমরা ধীরে ধীরে স্কুল আবার খোলার নির্দেশ দিচ্ছি। আমি আত্মবিশ্বাসী যে এই সময়ে ব্রিটিশ জনগণের কাণ্ডজ্ঞান ঠিক থাকবে।’


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়