ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

করোনার কারণে মুমূর্ষু মাকে দেখতে যাননি ডাচ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার কারণে মুমূর্ষু মাকে দেখতে যাননি ডাচ প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নিষেধাজ্ঞা মানতেই মুমূর্ষু মাকে শেষ দেখা দেখতে যাননি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুত্তে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য জানিয়েছে।

সোমবার রুত্তে জানান, গত ১৩ মে তার মা হেগের একটি নার্সিং হোমে মারা যান।

এর প্রায় দুই মাস আগে, ২০ মার্চ করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউন ঘোষণা করেছিল নেদারল্যান্ডস সরকার। অবশ্য অনেক ইউরোপীয় দেশের তুলনায় নেদারল্যান্ডসের লকডাউন কিছুটা শিথিল ছিল। দেশটিতে এ পর্যন্ত ৫ হাজার ৮৩০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ৪৪৫ জন।

সরকারি নিয়মের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রধানমন্ত্রী মায়ের সঙ্গে দেখা করতে যাননি উল্লেখ করে রুত্তের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রধানমন্ত্রী সব নির্দেশনা মেনে চলেছেন।’

ডাচ সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রীর মা করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। তবে তিনি যে বাড়িতে থাকতেন সেখানে এর আগেই করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়