ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হংকংয়ে চীনের সামরিক বাহিনীর হস্তক্ষেপের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হংকংয়ে চীনের সামরিক বাহিনীর হস্তক্ষেপের হুমকি

হংকংয়ে চীনের স্বার্বভৌমত্ত্ব রক্ষায় প্রস্তুত বেইজিংয়ের সেনাবাহিনী। হংকংয়ে চীনা সেনাবাহিনীর গ্যারিসনের কমান্ডার এ ঘোষণা দিয়েছেন।

আধা-স্বায়ত্ত্বশাসিত হংকংয়ের পার্লামেন্টকে পাশ কাটিয়ে সম্প্রতি একটি আইন পাসের উদ্যোগ নিয়েছে বেইজিং। এই আইনটিতে ‘দেশদ্রোহিতা, হংকংকে পৃথক করার ও গণবিক্ষোভের চেষ্টা করলে শাস্তির বিধান রাখা হয়েছে। সমালোচকদের ভাষ্য, হংকংকে সবচেয়ে বেশি স্বাধীনতা দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল চীন তা ভঙ্গ করতে যাচ্ছে। এই বিলের বিরুদ্ধে গত রোববার হংকংয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গণতন্ত্রপন্থীরা গত বছরের মতো বড় আকারে আরও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে।

চীনা সরকারি টেলিভশনকে দেওয়া সাক্ষাৎকারে পিপলস লিবারেশন আর্মির হংকং গ্যারিসনের কমান্ডার চেন দাওশিয়াং বলেন, ‘তার বাহিনী শহরে জাতীয় নিরাপত্তা রক্ষায় দৃঢ় আস্থাশীল ও সক্ষম।’

সোমবার কয়েক জন চীনা শীর্ষ কর্মকর্তা হংকংয়ের লিয়াঁজো অফিস সফর করেছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হংকংয়ের স্বাধীনতা ঘোষণাকারীদের দমনের জন্য বেইজিংয়ের দৃঢ়তাকে ‘অবমূল্যায়ন’ করলে পরিণতি শুভ হবে না।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়