ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তিন মাস পর ফিলিস্তিনে খুলে দেওয়া হলো মসজিদ-গির্জা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তিন মাস পর ফিলিস্তিনে খুলে দেওয়া হলো মসজিদ-গির্জা

করোনাভাইরাসের লকডাউন তুলে ফেলতে শুরু করেছে ফিলিস্তিন। আর সেটার অংশ হিসেবে তিন মাস পর মঙ্গলবার (২৬ মে) খুলে দেওয়া হয়েছে পশ্চিম তীরের মসজিদ ও বেথেলহেমের গির্জা। খবর আনাদোলু এজেন্সির।

হেবরনের ইব্রাহিমি মসজিদে এদিন ইসরায়েলি সৈন্যদের কঠোর নিরাপত্তার মধ্যে প্রায় ডজনখানেক লোক নামাজ আদায় করেছে। হেবরন প্রদেশের পরিচালক হেফজি আবু নেইনেহ জানিয়েছেন করোনাভাইরাসের কারণে ইসরায়েলি সৈন্যরা মাত্র ৫০ জনকে মসজিদে প্রবেশের সুযোগ দেয়। তবে ফজরের নামাজ আদায়ের সময় তিনধাপে আরো অনেক বেশি মুসল্লি মসজিদে প্রবেশের সুযোগ পেয়েছিলেন।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়াহ সোমবার ঘোষণা দিয়েছিলেন মঙ্গলবার থেকে মসজিদ ও গির্জা খুলে দেওয়া হবে প্রার্থনার জন্য।

মঙ্গলবার পর্যন্ত ফিলিস্তিনে ৬০২ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫ জন। আর সুস্থ হয়ে উঠেছে ৪৭৫ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়