ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শূন্যে নামার পরদিন চীনে আক্রান্ত চার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০২, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শূন্যে নামার পরদিন চীনে আক্রান্ত চার

মহামারি শুরুর পর চীনে এই মাসে দুইবার করোনাভাইরাসে আক্রান্তের হার শূন্যে নেমেছিল। আগের শুক্রবারের পর গত বৃহস্পতিবার নতুন কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি। তবে গতকাল শুক্রবার আরো চারজনের করোনা হওয়ার খবর পাওয়া গেছে।

চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চারজন নতুন রোগীর প্রত্যেকেই দেশের বাইরে থেকে এসেছেন। নতুন করে কেউ মারা যাননি। মাত্র ৬৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন এবং আরো ৪০১ জন আইসোলেশনে। তাদের কারো কারো ভাইরাসের উপসর্গ থাকায় পর্যবেক্ষণে রয়েছেন, কেউ বা উপসর্গ ছাড়াই করোনা পজিটিভ।

চীনে শনিবার পর্যন্ত ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। দেশটির শিল্পাঞ্চল উহানে উৎপত্তি হওয়া ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৯৯৯ জন।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়