ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রোববার খুলছে মসজিদে নববী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৬, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রোববার খুলছে মসজিদে নববী

করোনাভাইরাসের সংক্রমণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলছে মহানবী (স) এর মসজিদ। রোববার থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে মদিনার মসজিদে নববী। শুক্রবার মসজিদটি খোলার অনুমতি দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

কঠোর সতর্কতা মেনে খুলছে মদিনার ঐতিহাসিক মসজিদটি। স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় কারফিউ শিথিলের অংশ হিসেবে মক্কা ছাড়া সৌদি আরবের সব এলাকার মসজিদ খুলছে রোববার থেকে।

আরেক সংবাদমাধ্যম সৌদি গেজেট বলছে, মসজিদে একই সময়ে ধারণক্ষমতার ৪০ শতাংশ মুসলমান অবস্থান করতে পারবেন। ফজরের নামাজ থেকে খুলবে মসজিদগুলো।

সৌদির মসজিদ পরিদর্শন শেষে ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুললতিফ বিন আব্দুল আজিজ আল-শেখ প্রস্তুতি দেখে খুশি, ‘আমাদের পরিদর্শন শেষে আমরা দেখেছি, আমাদের মসজিদ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং ভালো অবস্থায় আছে।’

করোনায় সৌদি আরবে এখন পর্যন্ত ৮১ হাজার ৭৬৬ জন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৪৫৮ জন মারা গেছেন।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়