ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা চিকিৎসা কেন্দ্রের বাইরে গান-নৃত্য

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা চিকিৎসা কেন্দ্রের বাইরে গান-নৃত্য

ভারতে একটি করোনাভাইরাস চিকিৎসা কেন্দ্রের বাইরে উচ্চস্বরে গান বাজানো ও নাচানাচির অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার প্রথম প্রহরের পর মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকায় এ ঘটনা ঘটেছে বলে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, লকডাউন ভঙ্গ করে দুটি গাড়িতে করে ছয় জন শহর ঘুরছিল। রাত ১টার দিকে তারা ভিলে পার্ল এলাকায় একটি করোনা চিকিৎসা কেন্দ্রের বাইরে সড়কের ওপর গাড়ি রেখে উচ্চস্বরে গান বাজায় এবং নাচানাচি করে। খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও এপিডেমিক ডিজিজ অ্যাক্ট অনুযায়ী মামলা করা হয়েছে। পরে অবশ্য তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়