ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় রুয়ান্ডায় প্রথম মৃত্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২৭, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় রুয়ান্ডায় প্রথম মৃত্যু

করোনাভাইরাসে আফ্রিকার দেশ রুয়ান্ডায় প্রথম প্রাণহানি ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে রোববার (৩১ মে) ৬৫ বছর বয়সী এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা যান। খবর আনাদোলু এজেন্সির।

মারা যাওয়া ব্যক্তি একজন ট্রাক ড্রাইভার। তিনি পার্শ্ববর্তী দেশ থেকে আক্রান্ত হয়ে রুয়ান্ডায় আসেন। রোববার তীব্র শ্বাসকষ্টজনিত কারণে তার মৃত্যু হয়। যদিও তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) উন্নতমানের চিকিৎসা দেওয়া হয়েছিল।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ৪ মে থেকে লকডাউন ঘোষণা করে রুয়ান্ডা। এ পর্যন্ত দেশটিতে ৩৫৯ জন আক্রান্ত হয়েছে। সেরে উছেঠে ২৫০ জন। চিকিৎসাধীন রয়েছে ১০৮ জন। ৬৬ হাজার ৯৭৬ জনের করোনা টেস্ট করিয়েছে হাজার পাহাড়ের দেশটি।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়