ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মস্কোয় লকডাউন শিথিলের দিনে রাশিয়ায় আক্রান্ত ৯০৩৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মস্কোয় লকডাউন শিথিলের দিনে রাশিয়ায় আক্রান্ত ৯০৩৫

রাজধানী মস্কোতে লকডাউন শিথিলের দিনে রাশিয়ায় ৯ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হলো। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৮৭৮ জন।

২৪ ঘণ্টায় রাশিয়ায় ৯ হাজার ৩৫ জনের করোনা পজিটিভ হয়েছে । এ নিয়ে টানা দুইদিন ২৪ ঘণ্টায় ৯ হাজারের বেশি রাশিয়ান করোনায় আক্রান্ত হলো। এই সময়ে আরো ১৬২ জনের মৃত্যুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৮৫৫ জন।

সুস্থ হয়ে ১ লাখ ৭৫ হাজার ৮৭৭ জন বাড়ি ফিরেছেন। এখনো চিকিৎসাধীন আছেন ২ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ।

সোমবার থেকে মস্কোতে লকডাউন শিথিল করা হয়েছে। দুই মাসের বেশি সময় পর লোকজন ঘরের বাইরে যেতে পারছেন। সপ্তাহে তিনবার তারা বের হতে পারবেন। দৌড়ানোর জন্য ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত পার্কের গেট খোলা থাকবে। কিছু দোকানপাট খোলা হচ্ছে। খুলছে শপিং সেন্টার, কার শোরুম, ড্রাই ক্লিনার্স, বুকশপ ও লন্ড্রির দোকান।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়