ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনায় ১০ হাজার প্রাণ হারানো সপ্তম দেশ মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৮, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় ১০ হাজার প্রাণ হারানো সপ্তম দেশ মেক্সিকো

মেক্সিকোর স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু ১০ হাজার ছাড়ালো।

আরো ২৩৭ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায়। দেশটিতে কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। মোট প্রাণহানি বেড়ে হয়েছে ১০ হাজার ১৬৭ জন।

স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে, নতুন করে আরো ২ হাজার ৭৭১ জনের করোনা হয়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৩ হাজার ৪৩৫ জন।

সপ্তম দেশ হিসেবে মেক্সিকোতে ১০ হাজারের বেশি প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। মৃত্যুর সংখ্যায় লাতিন আমেরিকায় দ্বিতীয় স্থানে তারা, যেখানে তাদের উপরে ব্রাজিল।

সোমবার থেকে লকডাউন শিথিলের নতুন ধাপে প্রবেশ করেছে মেক্সিকো। খনি, নির্মাণ ও পর্যটনের মতো খাত খুলছে শর্তসাপেক্ষে।


ঢাকা/ফাহিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়