ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৫

ভারতের গুজরাটে এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত পাঁচ জন নিহত হয়েছে এবং অগ্নিদগ্ধ হয়েছে আরও ৩২ জন। বুধবার রাজ্যের ভারুচ জেলায় দায়েজ বিশেষ অর্থনৈতিক জোনে (ডিইজেড)  এ ঘটনা ঘটেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, যশশ্বি রসায়ন প্রাইভেট লিমিটেড নামের ওই কারখানাটিতে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। কারখানার গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের ১৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করে।

স্থানীয়দের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিস্ফোরণের মাত্রা এতোটাই তীব্র ছিল যে ২০ কিলোমিটারের মধ্যে এবং পাশের ভবননগর জেলার কয়েকটি গ্রামে এর আওয়াজ শোনা গেছে। বিশাল ধোঁয়ার কুণ্ডুলি ভবননগর থেকেও দেখা গেছে।

রাজ্যের এক কর্মকর্তা বলেন, পুরো কারখানা আগুনে ছেয়ে গেছে। কারখানার পাশের দুটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়