ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ইরানে আবারও বাড়ছে করোনার সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইরানে আবারও বাড়ছে করোনার সংক্রমণ

ইরানে দ্বিতীয় দফায় শক্তিশালী হচ্ছে করোনাভাইরাস। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৫৭৪ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগের দিনের তুলনায় আক্রান্তের এই সংখ্যা ৪৪০ জন বেশি। বৃহস্পতিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রথম দফায় করোনাভাইরাসের সংক্রমণ হ্রাস পাওয়ার পর গত ৩০ মার্চ ইরানে প্রথমবার আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ রেকর্ড করা হয়। ওই দিন দেশটিতে ৩ হাজার ১৮৬ জনের করোনা আক্রান্তের তথ্য রেকর্ড করা হয়।

তবে করোনা আক্রান্তের সংখ্যা যখন বাড়তে শুরু করেছে তখন ইরানি কর্তৃপক্ষ দোকান, স্কুল, অফিস-আদালত খোলার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে শুরু করেছে। এমনকি তুরস্কের সঙ্গে সীমান্তও খুলে দেওয়া হয়েছে।

অবশ্য স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা পরীক্ষার ব্যাপ্তি বাড়ানোর কারণে আক্রান্তের সংখ্যা বেশি জানা যাচ্ছে। সংক্রমণের সংখ্যা বাড়লেও মৃত্যুর  সংখ্যা কিন্তু বাড়েনি। গত ২৪ ঘণ্টায় ৫৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। করোনায় মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা ১৫৮ ছিল গত ৪ এপ্রিল।



ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়