ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

করোনায় মৃত্যুতে ইতালিকে ছাড়িয়েছে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৩, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় মৃত্যুতে ইতালিকে ছাড়িয়েছে ব্রাজিল

আবারও একদিনে করোনাভাইরাসে মৃত্যুর রেকর্ড হলো ব্রাজিলে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার সারা দেশে এক হাজার ৪৭৩ জন মারা গেছেন কোভিড-১৯ আক্রান্ত হয়ে। তাতে মৃতের সংখ্যায় ইতালিকে টপকে তিন নম্বরে ব্রাজিল। তাদের ওপরে কেবল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

দক্ষিণ আমেরিকার ২১ কোটি জনগণের এই দেশে করোনায় মোট মৃত্যু হলো ৩৪ হাজার ২১ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, আক্রান্ত ৬ লাখ ১৪ হাজার ৯৪১ জন। ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৮০০ জনের ওপরে।

মহামারির শুরু থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল ইতালি। সেখানে ২ লাখ ৩৪ হাজার ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে ৩৩ হাজার ৬৮৯ জনের মৃত্যু হয়েছে।

ধারণা করা হচ্ছে, করোনা পরীক্ষা বাড়ালো আরো কোভিড-১৯ রোগী পাওয়া যাবে। এই বিপর্যয়ের মধ্যেই অর্থনীতিকে বাঁচাতে কিছু রাজ্যের দোকানপাট খুলছে। মঙ্গলবার থেকে রিও ডি জেনেরিওর দোকানপাট খোলা শুরু হয়েছে।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়