ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইরাকে আক্রান্তের নতুন রেকর্ড

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইরাকে আক্রান্তের নতুন রেকর্ড

করোনাভাইরাসে শুক্রবার (৫ জুন) ইরাকে ১ হাজার ৬ জন আক্রান্ত হয়েছে। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৮৪৬)। খবর আল জাজিরার।

একদিনে সেখানে মারা গেছে ১৪ জন। তাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮৫।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, শুক্রবার যে সহস্রাধিক আক্রান্ত হয়েছে তার ৫২৮ জন রাজধানী বাগদাদের। এ ছাড়া বাসরায় ৯৬, সুলাইমানিয়ায় ৮৭, ধি কোয়ারে ৫০, বাবিলে ৪৮, ওয়াসিতে ৪২, কারবালায় ৩১, কিরকুকে ২৮, দিওয়ানিয়ায় ২৪, নজফে ২১, মুতহান্নায় ১৩, ইরবিলে ১২, মায়সানে ১১, দুহোকে ৬, সালাহুদ্দিনে ৩ ও নিনেভেহতে ১ জন আক্রান্ত হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় যুদ্ধবিধ্বস্ত দেশটি ৯ হাজার ৬৪২ জনের করোনা টেস্ট করিয়েছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত ২ লাখ ৮১ হাজার ৯০১ জনের টেস্ট করিয়েছে তারা।

করোনার সংক্রমণ রুখতে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত কারফিউ জারি করেছে ইরাক।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়