ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইতালিতে বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইতালিতে বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

করোনাভাইরাসে নাস্তানাবুদ হওয়া ইতালিতে হঠাৎ বেড়েছে আক্রান্তের সংখ্যা। জুন মাসে বেড়েছে মৃতের সংখ্যাও। খবর আল জাজিরার।

শুক্রবার (৫ জুন) দেশটিতে ৫১৮ জন নতুন করে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিল ১৭৭ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৫৩১ জন। যা বিশ্বের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যায় ইতালির সামনে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য ও ব্রাজিল। ইতালিতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩৬ হাজার ৯৭৬ জন। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৪৫৩ জন।

গেল ২৪ ঘণ্টায় মারা গেছে ৮৫ জন। বৃহস্পতিবার মারা গিয়েছিল ৮৮ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭৭৪। যা বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। ইতালির সামনে আছে কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ব্রাজিল।

ইতালিতে ২ জুন মারা গিয়েছিল ৫৫ জন। ৩ জুন সেটা বেড়ে হয় ৭১ জন। আর ৪ জুন হয় ৮৮ জন। ৫ জুন ‍শুক্রবার মৃতের সংখ্যা ছিল ৮৫ জন।

এ পর্যন্ত দেশটিতে সেরে উঠেছে ১ লাখ ৬৩ হাজার ৭৮১ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়