ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সবচেয়ে বড় বিক্ষোভ হতে যাচ্ছে ওয়াশিংটনে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সবচেয়ে বড় বিক্ষোভ হতে যাচ্ছে ওয়াশিংটনে

বর্ণবাদ ও পুলিশের নৃশংসতার বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। শনিবার ওয়াশিংটনের পুলিশ প্রধান এ সম্ভাবনার কথা জানিয়েছেন।

পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যখন বিক্ষোভ চলছে তখন রাজধানীতে এই বিশাল বিক্ষোভের খবর এলো।

২৫ মে মিনিয়াপোলিস শহরে ফ্লয়েডের গলা হাঁটু দিয়ে চেপে ধরেছিলেন এক পুলিশ কর্মকর্তা। এতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় সে। এ ঘটনায় ১২ দিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। এমনকি এই বিক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বাইরেও।

কিছু অধিকার কর্মী শনিবার ওয়শিংটনে ১০ লাখ লোককে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান পিটার নিউশাম সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের কাছে অনেক মানুষ, উন্মুক্ত সূত্রের কাছ থেকে পাওয়া তথ্য আছে যে শহরে এ যাবৎকালে আমাদের দেখা সবচেয়ে বড় বিক্ষোভ শনিবার হতে যাচ্ছে।’ তবে কতজন বিক্ষোভ সমাবেশে অংশ নেবে তা তিনি জানাননি।

সেনামন্ত্রী রায়ান ম্যাকার্থি অবশ্য জানিয়েছেন,স্থানীয় পুলিশের ধারণা সমাবেশে এক থেকে দুই লাখ মানুষ অংশ নিতে পারে।



ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়