ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হামলায় ৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হামলায় ৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

কাশ্মীরের সোফিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত পাঁচ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। রোববার এই ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ করেছেন।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়ার বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, সোফিয়ানের দক্ষিণের একটি গ্রামে বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে বলে জানতে পারে নিরাপত্তা বাহিনী। পুলিশ ও সেনাবাহিনী গ্রামটি ঘিরে ফেললে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গুলি বিনিময় হয়। পরে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী অন্তত একটি বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে।

এ ঘটনার পর কয়েকশ স্থানীয় বাসিন্দা বিক্ষোভ মিছিল করে। এসময় বিক্ষোভকারীরা কাশ্মীরে ভারতীয় দখলদারিত্বের অবসান দাবিতে স্লোগান দেয়। তারা পুলিশ ও আধা-সামরিক বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে মারে। জবাবে পুলিশ ছররা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। তাৎক্ষনিকভাবে সংঘর্ষে হতাহতের সংখ্যা জানা যায়নি।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়