ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাস্কের ব্যাপক ব্যবহার করোনা সংক্রমণ প্রতিরোধ করত পারে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ১০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মাস্কের ব্যাপক ব্যবহার করোনা সংক্রমণ প্রতিরোধ করত পারে

লকডাউনের সময় মাস্কের ব্যাপক ব্যবহার করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে পারে। এমনকি বিপুল সংখ্যক লোক যদি বাড়িতে তৈরি মাস্ক ব্যবহার করলেও সংক্রমণের মাত্রা নাটকীয়ভাবে হ্রাস পেতে পারে।

যুক্তরাজ্যের ক্যামব্রিজ ও গ্রিনউইচ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বুধবার এক নতুন গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

গবেষকদের মতে, কেবল লকডাউন করোনার দ্বিতীয় দফা সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম নয়। এই সময়ে মাস্ক ব্যবহার করাও প্রয়োজন।

গবেষক দলের প্রধান ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের রিচার্ড স্টাট বলেন, ‘দ্রুত ও বৈশ্বিকভাবে জনগণের মাস্ক ব্যবহারকেই আমাদের বিশ্লেষণ সমর্থন দিচ্ছে।’

তিনি জানান, করোনার কার্যকর টিকা উন্নয়নের আগে সামাজিক দূরত্বের সঙ্গে ব্যাপকভাবে মাস্কের ব্যবহার এবং লকডাউনের কিছু পদক্ষেপ ‘মহামারি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কার্যক্রম শুরুর গ্রহণযোগ্য পন্থা হতে পারে।’

মহামারির প্রথম দিকে মাস্কের ব্যবহার করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে কতোটা কার্যকর ভূমিকা রাখে সে ব্যাপারে সুষ্পষ্ট কোনো পরিসংখ্যান বা তথ্য ছিল না। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকটি নতুন গবেষণার পর গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার বিস্তার কমাতে মাস্কের ব্যাপক ব্যবহারের পরামর্শ দিয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়