ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা আক্রান্তের তালিকায় কানাডাকে ছাড়িয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ১৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা আক্রান্তের তালিকায় কানাডাকে ছাড়িয়ে বাংলাদেশ

করোনা আক্রান্তের সংখ্যায় কানাডাকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ। বৃহস্পতিবার ওয়ার্ল্ড মিটারের তালিকায় এমনটাই দেখা গেছে।

কানাডায় এ পর্যন্ত ৯৮ হাজার ৮৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬২ হাজার ১৭ জন। আর মারা গেছেন ৮ হাজার ২৫৪ জন। দেশটিতে গত ৯ জুন থেকে দৈনন্দিন আক্রান্তের সংখ্যা পাঁচশ এর নিচে। বুধবার দেশটিতে ২৪ ঘণ্টায় ৩৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৮০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৯২ জনে দাঁড়িয়েছে।

এর ফলে ওয়ার্ল্ড মিটারের তালিকায় কানাডাকে সরিয়ে বাংলাদেশ ১৭ নম্বরে উঠে এলো। ওই তালিকায় এখন বাংলাদেশের আগে রয়েছে সৌদি আরব। দেশটিতে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ছাড়িয়ে গেছে।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়