ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাশিয়ায় ছয় সপ্তাহে সবচেয়ে কম করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ১৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাশিয়ায় ছয় সপ্তাহে সবচেয়ে কম করোনা শনাক্ত

বৃহস্পতিবার আরও ৭ হাজার ৭৯০ জনের করোনাভাইরাস আক্রান্তের খবর দিলো রাশিয়া। ছয় সপ্তাহের মধ্যে এটাই একদিনে সবচেয়ে কম শনাক্তের ঘটনা।

গত ১ মের পর একদিনে সবচেয়ে কম কোভিড-১৯ রোগী পাওয়া গেলো রাশিয়া। মস্কো টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬১ হাজার ৯১ জন।

২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনার কারণে মারা গেছেন ১৮২ জন। মোট মৃত্যু বেড়ে ৭ হাজার ৬৬০ জন। মহামারিতে আক্রান্তের তালিকায় বিশ্বে তৃতীয় স্থানে থাকলেও রাশিয়ায় মৃত্যুর হার অন্য দেশের তুলনায় কম, ১.৩৬ শতাংশ। একদিনে ৯ হাজার ৬২১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন, মোট ৩ লাখ ১৩ হাজার ৯৬৩ জন।

গত ৮ জুন থেকে বাধ্যতামূলক ভ্রমণ পাসসহ বেশ কিছু বিধিনিষেধ প্রত্যাহার করে নেয় মস্কো। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাসিন্দারা রাস্তা ও পার্ক দখল করে। ধারণা করা হচ্ছে, ১ জুলাই জাতীয় নির্বাচন মাথায় রেখেই লকডাউন তুলে নিচ্ছে সরকার।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়