ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারতে একদিনে আক্রান্ত ১৭ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৫, ২৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভারতে একদিনে আক্রান্ত ১৭ হাজার ছাড়ালো

প্রত্যেক দিন ভারতে করোনাভাইরাস সংক্রমণ মাইলফলক স্পর্শ করছে। ২৪ ঘণ্টায় ১৭ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোট আক্রান্ত ৪ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।

মন্ত্রণালয়ের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দেশে একদিনে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৯৬ জন। মোট আক্রান্ত ৪ লাখ ৯০ হাজার ৪০১ জন। আগের দিন একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ৯২২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

একদিনে প্রায় ১৪ হাজার মানুষ সুস্থ হয়েছেন, মোট ২ লাখ ৮৫ হাজার ৬৩৭ জন। একদিনে ৪০৭ জনের মৃত্যুতে মোট হিসাব ১৫ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত করোনায় মোট ১৫ হাজার ৩০১ জন মারা গেছেন।

আক্রান্তের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরে থাকা ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪ হাজার ৮৪১ জন আক্রান্ত হয়েছেন, মোট ১ লাখ ৪৭ হাজার ৭৪১ জন। সেখানে একদিনে ১৯২ জনের মৃত্যুতে বেড়ে হয়েছে ৬ হাজার ৯৩১ জন। করোনায় আক্রান্তে আর মৃত্যুতে মহরাষ্ট্রের পরে দিল্লি, আক্রান্ত ৭৩ হাজার ৭৮০ জনের মধ্যে মারা গেছেন ২ হাজার ৪২৯ জন।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়