ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনায় ক্ষতিগ্রস্তদের স্মরণে মাদ্রিদের আকাশে ড্রোনের আলোকসজ্জা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৭, ২৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় ক্ষতিগ্রস্তদের স্মরণে মাদ্রিদের আকাশে ড্রোনের আলোকসজ্জা

হঠাৎ করেই আলোকসজ্জায় ঝলমলে হয়ে উঠেছিল স্পেনের রাজধানী মাদ্রিদের রাতের আকাশ। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের স্মরণে ৪০টি ড্রোন তাদের আলো দিয়ে বিভিন্ন বার্তা দিয়েছে।

১০ মিনিটের প্রদর্শনীতে ড্রোনের আলো দিয়ে গড়া হয়েছে উড়ন্ত পায়রা, একটি বাড়ি এবং মায়ের সঙ্গে সন্তানের হাঁটার দৃশ্য। এছাড়া কোভিড-১৯ মহামারির কারণে স্পেন, ইতালি, ফ্রান্স, চীন ও যুক্তরাষ্ট্রের মতো মারাত্মক ক্ষতিগ্রস্ত দেশের পতাকাও স্থান পেয়েছিল এই আলোকসজ্জায়।

এলইডি ও প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে ‘হোপ’ ও ‘হিরোস’র মতো উজ্জীবিত হওয়ার বার্তাও দেওয়া হয়েছে।

এ পর্যন্ত স্পেনে করোনায় প্রায় সাড়ে ২৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৮ হাজারের বেশি।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়