ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়ালো

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ২৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়ালো

ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটার্সের দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বের ২১৩ দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮ হাজার ১৪৫ জন। মৃতের সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ১০৩ জন।

আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্ষমতাধর দেশটিতে এ পর্যন্ত ২৫ লাখ ৮৫ হাজার ৪৬৯ জন আক্রান্ত হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১২ লাখ ৮৪ হাজার ২১৪ জন আক্রান্ত হয়েছে ব্রাজিলে।

রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২৭ হাজার ৬৪৬ জন। আর ভারতে আক্রান্ত হয়েছে ৫ লাখ ২৯ হাজার ৫৭৭ জন। যুক্তরাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ১০ হাজার ২৫০ জন। 

স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৫৪৯ জন। পেরুতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৭২ হাজার ৩৬৪ জন। চিলিতে ২ লাখ ৬৭ হাজার ৭৬৬ জন। ইতালিতে ২ লাখ ৪০ হাজার ১৩৬ জন, ইরানে ২ লাখ ২০ হাজার ১৮০ জন ও মেক্সিকোতে ২ লাখ ৮ হাজার ৩৯২ জন।

২ লাখের নিচে আক্রান্ত হয়েছে পাকিস্তান (১,৯৮,৮৮৩), তুরস্ক (১,৯৫,৮৮৩), জার্মানি (১,৯৪,৬৪২), সৌদি আরব (১,৭৮,৫০৪), ফ্রান্স (১,৬২,৯৩৬, বাংলাদেশ (১,৩৩,৯৭৮), দক্ষিণ আফ্রিকা (১,২৪,৫৯০) ও কানাডায় (১,০২,৮৫৪)।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়