ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১১৮ দিনের মধ্যে ইতালিতে সর্বনিম্ন মৃত্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ২৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
১১৮ দিনের মধ্যে ইতালিতে সর্বনিম্ন মৃত্যু

ফাইল ছবি

করোনাভাইরাসে ইতালিতে শনিবার (২৭ জুন) মাত্র ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটাই জানিয়েছে। যা ১ মার্চের পর অর্থাৎ ১১৮ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। খবর আল জাজিরার।

৮ জনের মৃত্যুতে ইতালিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৩৪ হাজার ৭১৬ জন। শনিবার দেশটিতে ১৭৫ জন নতুন করে আক্রান্ত হয়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২ লাখ ৪০ হাজার ১৩৬।

অবশ্য ইতালিতে এখনো এমন অনেকে আছেন যাদের মধ্যে সামান্য লক্ষণ রয়েছে। কিন্তু তারা করোনা পরীক্ষা করাচ্ছেন না। সেক্ষেত্রে আক্রান্তের সংখ্যা হয়তো আরো বেশি।

দেশটিতে এখনো চিকিৎসাধীন রয়েছে ১৬ হাজার ৮৩৬ জন। শনিবার সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৮০২ জন।

বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছে ১০০ এর কম রোগী। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর প্রথমবার একশ’ এর নিচে নামলো। এপ্রিলের শুরুতে আইসিউইতে ৪ হাজারের অধিক রোগী ছিলো।

অবশ্য ইতালির উত্তর থেকে দক্ষিণে করোনা আক্রান্তের নতুন নতুন ক্লাস্টারের সন্ধান পাওয়া যাচ্ছে। শঙ্কা করা হচ্ছে গ্রীষ্মের মৌসুমে ইতালিয়ানরা বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে যেতে শুরু করবে। ঘরে থেকে বেরিয়ে আসবে। তাতে করে দ্বিতীয় দফা আক্রান্তের ঝুঁকি তৈরি হতে পারে দেশটিতে।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়