ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভেন্টিলেটর তৈরি করছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ২৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভেন্টিলেটর তৈরি করছে পাকিস্তান

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বললেন, স্থানীয় নকশায় ভেন্টিলেটর তৈরি শুরু হয়েছে দেশে। মন্ত্রীর এই ঘোষণার দিন করোনায় আরও ৮৩ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক টুইটে ফাওয়াদ চৌধুরী লিখেছেন, ‘দেশীয়ভাবে প্রথম তৈরি করা ভেন্টিলেটর শিগগিরই হস্তান্তর করা হবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কাছে।’

মহামারির মধ্যে আরও দেড় হাজার ভেন্টিলেটরের ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানায় পাকিস্তান। তারই কদিনের মধ্যে দেশে ভেন্টিলেটর তৈরির ঘোষণা এলো।

বর্তমানে কোভিড-১৯ রোগীর চিকিৎসায় সরকারি হাসপাতালে ১ হাজার ৫০৩টি ভেন্টিলেটর আছে।

রোববার আরও ৪ হাজার ৭২ জন আক্রান্তের খবর দিয়েছে মন্ত্রণালয়, মোট ২ লাখ ২ হাজার ৯৫৫ জন। মৃত্যু বেড়ে ৪ হাজার ১১৮ জন।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়