ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাপুলের ঘুষ লেনদেনে কুয়েতের মন্ত্রণালয়ের কর্মকর্তা বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাপুলের ঘুষ লেনদেনে কুয়েতের মন্ত্রণালয়ের কর্মকর্তা বরখাস্ত

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জাররাহকে বরখাস্ত করা হয়েছে। উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহ এক ডিক্রি জারির মাধ্যমে তাকে বরখাস্ত করেছেন বলে  মঙ্গলবার কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে।

কুয়েতি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে মেজর জেনারেল মাজেন আল-জাররাহকে ঘুষ দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন পাপুল।

তদন্তে জানা গেছে, আল-জাররাহ নাগরিকত্ব, পাসপোর্ট ও আবাসন বিষয়ক মন্ত্রণালয়ের সহকারি আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালনকালে বেশ কয়েকটি ঘুষ লেনদেনে সম্মতি দিয়েছিলেন।

মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে ৬ জনু এমপি পাপুলকে গ্রেফতার করে কুয়েতি পুলিশ। এরপরই তার বিরুদ্ধে তদন্তে নামেন দেশটির কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তিনি ঘুষ লেনদেনে দুই সরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছিলেন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়