ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তুরস্ক উপকূলে নৌকাডুবে বাংলাদেশিসহ ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তুরস্ক উপকূলে নৌকাডুবে বাংলাদেশিসহ ৬ জনের মৃত্যু

তুরস্কের পূর্ব উপকূলে নৌকা ডুবে বাংলাদেশিসহ ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লুর বরাত দিয়ে সিএনএন তুর্ক এ তথ্য জানিয়েছে।

অবৈধভাবে তুরস্ক হয়ে ইউরোপ যেতে ৫০ থেকে ৬০ জন অভিবাসনপ্রত্যাশী ইরান থেকে নৌকাটিতে উঠেছিলেন। ইরান ও তুরস্ক সীমান্তবর্তী লেক ভ্যানে এটি ডুবে যায়। বুধবার  বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ছয় নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  তবে এদের মধ্যে কয় জন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি।

সাংবাদিকদের মন্ত্রী জানান, মানবপাচারের এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ডিসেম্বরে একই লেকে অভিবাশনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে গিয়েছিল। ওই ঘটনায় সাত জনের মৃত্যু হয় এবং ৬৪ জনকে জীবিত উদ্ধার করা হয়।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়