ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আমি নির্দোষ, বরং কুয়েতি কর্মকর্তারা অসৎ : পাপুল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আমি নির্দোষ, বরং কুয়েতি কর্মকর্তারা অসৎ : পাপুল

মানবপাচার ও ভিসা বাণিজ্যের অভিযোগে কুয়েতে আটক লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল দাবি করেছেন, তিনি নির্দোষ বরং কুয়েতের কর্মকর্তারাই অসৎ। কুয়েতের সরকারি কৌঁসুলিদের জিজ্ঞাসাবাদে তিনি এ দাবি করেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে আরব টাইমস।

পাপুল বলেছেন, ‘আমি নির্দোষ...কিন্তু কর্মকর্তারা নির্দোষ নয়। কুয়েতে আমার ৯ হাজার কর্মী আছে এবং শতভাগ বৈধ দরপত্র আছে। আমার কর্মের অর্জন নিয়ে কেউ অভিযোগ করেনি। কিন্তু কিছু কর্মকর্তা আমরা দরপত্র আটকে দিচ্ছে। তাদের ঠেকানোর একমাত্র উপায় হচ্ছে অর্থ দেওয়া। তাই এক্ষেত্রে আমার কী করার ছিল?’

সূত্রের বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে, পাপুল আত্মরক্ষায় ও অভিযোগ অস্বীকার করতে গিয়ে দাবি করেছেন, তার কোম্পানিতে যে ধরনের যন্ত্রপাতি আছে তা অন্য কোনো কোম্পানির কাছে নেই। তিনি সব সময় গুণগত মানসম্পন্ন সেবা প্রদান করেছেন। কিন্তু কুয়েতের কিছু কর্মকর্তাই মূল সমস্যা।

গত ৬ জুন মানবপাচার ও অর্থ পাচারের অভিযোগে পাপুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ২১ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তারা পাপুলের প্রতিষ্ঠানের পাঁচটি ব্যাংক হিসাবও জব্দ করেছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়