ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারতে একদিনে আক্রান্ত ও সুস্থতার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৮, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভারতে একদিনে আক্রান্ত ও সুস্থতার রেকর্ড

ভারতে লকডাউন ‘আনলক ২’ এ গেলো সোমবার থেকে। তারপর থেকে করোনাভাইরাস পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠছে দেশটিতে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ২১ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে ভারতে এত বেশি সংক্রমণ আগে কখনও হয়নি। একই সময়ে সুস্থতার রেকর্ড হয়েছে দেশে, ২০ হাজার ৩২ জন করোনা জয় করেছেন একদিনে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, নতুন করে আরও ২০ হাজার ৯০৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে মহারাষ্ট্রেই শনাক্ত হয়েছে রেকর্ড ৬ হাজার ৩২৮ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৬ লাখ ২৫ হাজার ৫৪৪ জন।

আক্রান্তের সংখ্যায় ৯৮ হাজারের বেশি রোগী নিয়ে দ্বিতীয় স্থানে আছে তামিল নাড়ু। তিন নম্বরে থাকা দিল্লিতে আক্রান্ত ৯২ হাজার পেরিয়ে গেছে। দুই রাজ্যে একদিনে যথাক্রমে চার হাজার ও দুই হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

সারা দেশে ২৪ ঘণ্টায় ৩৭৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে মহারাষ্ট্রে ১২৫ জন। মোট মৃত্যু ১৮ হাজার ছাড়িয়েছে। ১৮ হাজার ২১৩ জনের মৃত্যুর দিনে রেকর্ড সংখ্যক সুস্থ হয়েছেন। সুস্থতার হার অর্ধেকের বেশি, ৬০.৭২ শতাংশ। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন মোট ৩ লাখ ৭৯ হাজার ৮৯২ জন। দেশে সক্রিয় করোনা রোগী ২ লাখ ২৭ হাজার ৪৩৯ জন।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়