ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স

নতুন প্রধানমন্ত্রী হিসেবে স্থানীয় মেয়র জিন ক্যাসটেক্সকে বেছে নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। শুক্রবার তিনি এ ঘোষণা দিয়েছেন।

স্থানীয় নির্বাচনে দলের ভরাডুবির পর শুক্রবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ। এরপরই নতুন  প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন ম্যাক্রন।

জিন ক্যাসটেক্স অবশ্য ম্যাক্রনের দলের সদস্য নন। তিনি ডানপন্থি বিরোধী দলের সদস্য। তবে করোনাভাইরাসে কারণে জারি করা লকডাউন থেকে দেশকে বের করে নিয়ে এসে অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর বিষয়টি দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির আমলে ক্যাসটেক্স এলিসি প্রাসাদে দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেছেন।

শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে ক্যাসটেক্সের নাম ঘোষণার পর এলিসি প্রাসাদ বলেছে, স্থানীয় নির্বাচনে তার অভিজ্ঞতা ফ্রান্সের প্রদেশগুলোর সঙ্গে প্রেসিডেন্ট ম্যাক্রনের যোগাযোগ বৃদ্ধিতে সহায়তা করবে। শনিবার নতুন সরকার গঠন শুরু হবে বলেও জানিয়েছে প্রাসাদ।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়