ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশি প্রবাসীদের বাধ্যতামূলক করোনা টেস্ট করাচ্ছে ইতালি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাংলাদেশি প্রবাসীদের বাধ্যতামূলক করোনা টেস্ট করাচ্ছে ইতালি

ইতালির কেন্দ্রীয় অঞ্চল লাৎসিওতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। সে কারণে ওই অঞ্চলে বসবাসকারী বাংলাদেশি সকল প্রবাসীকে বাধ্যতামূলকভাবে করোনা টেস্ট করাতে বলা হয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে ইতালির লাৎসিওতে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। সেই থেকে এ পর্যন্ত লাৎসিওতে ৮ হাজার করোনা আক্রান্ত হয়েছে। যদিও সংখ্যাটা লোম্বার্ডি ও অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক কম।

কিন্তু সম্প্রতি লাৎসিওতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। নতুন নতুন কয়েকটি ক্লাস্টার খুঁজে পাওয়া গেছে। তার মধ্যে বাংলাদেশি কমিউনিটিও রয়েছে। সে কারণেই কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে।

শুক্রবার একজন বাংলাদেশি প্রবাসী ইতালিতে গিয়ে করোনা পজিটিভ হয়েছেন। মূলত সে কারণেই বাংলাদেশি কমিউনিটির সকল সদস্যদের করোনা টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতালিতে এ পর্যন্ত ২ লাখ ৪১ হাজার ১৮৪ জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩৪ হাজার ৮৩৩ জন। সেরে উঠেছে ১ লাখ ৯১ হাজার ৪৬৭ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়