ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাস্ক ব্যবহারে কঠোর হচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মাস্ক ব্যবহারে কঠোর হচ্ছে ইরান

করোনার সংক্রমণ দ্বিতীয় দফায় বাড়ার পরিপ্রেক্ষিতে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোর হচ্ছে ইরান। শনিবার দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, যারা মাস্ক ব্যবহার করবে না তাদেরকে রাষ্ট্রীয় সেবা দেওয়া হবে না এবং যেসব প্রতিষ্ঠান কর্মপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানবে না সেগুলো এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হবে।

মধ্য এপ্রিল থেকে লকডাউন শিথিলের পর ইরানে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার ৮৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটিতে আরও ১৪৮ জন ভাইরাস আক্রান্তের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃতের মোট সংখ্যা এখন ১১ হাজার ৪০৮ জন।

টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রুহানি বলেছেন, বদ্ধ সরকারি স্থানগুলোতে রোববার থেকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।

তিনি বলেন, ‘যারা মাস্ক পরবেন না তাদেরকে কাজ করা উচিত নয় সরকারি কর্মচারীদের এবং যেসব কর্মী মাস্ক পরবেন না তাদেরকে অনুপস্থিত হিসেব গণ্য করা হবে এবং বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।’

কেই সংক্রমিত হলে তা জানানো ধর্মীয় দায়িত্ব উল্লেখ করে ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘আপনার সংক্রমণ তথ্য গোপন রাখার অর্থ হচ্ছে অন্যদের অধিকার লঙ্ঘন।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়