ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্বাধীনতা দিবসে ‘উগ্র বামদের’ একহাত নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
স্বাধীনতা দিবসে ‘উগ্র বামদের’ একহাত নিলেন ট্রাম্প

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নির্দলীয় ইভেন্টকে নির্বাচনী প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করলেন ডোনাল্ড ট্রাম্প। ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট একহাত নিলেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টিকে।

শনিবার হোয়াইট হাউজে স্বাধীনতা দিবসের ভাষণে ‘উগ্র বামদের’ হারানোর প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার লক্ষ্যে যারা ঐতিহাসিক বিভিন্ন স্মারক বা ভাস্কর্য উপড়ে ফেলেছে কিংবা তা সরানোর চিন্তা করছে তাদের প্রতি তীব্র নিন্দা জানালেন তিনি।

ট্রাম্প বলেছেন, ‘সবসময় এমন কিছু মানুষ আছে, যারা ক্ষমতা অর্জনের জন্য অতীত নিয়ে মিথ্যা বলছে। তারা আমাদের ইতিহাস সম্পর্কে মিথ্যা বলছে, তারা চায় আমরা যা আছি তাতে যেন লজ্জিত হই। তাদের লক্ষ্যই হচ্ছে ধ্বংস করা।’

আগের রাতে শুক্রবার দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরে স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প ‘দুষ্কৃতিকারীদের’ বিরুদ্ধে ইতিহাস মুছে ফেলার অভিযোগ করেন। একই সঙ্গে নিজেকে বাম ঘরানার ‘চরমপন্থীদের’ বিরুদ্ধে নিজেকে ‘রক্ষাকর্তা’ হিসেবে চিত্রিত করেছেন।

একই ভাষণে ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্তদের ৯৯ শতাংশ রোগই ‘একেবারে ক্ষতিকর নয়’ বলে মন্তব্য করেন। পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ রুখতে ব্যর্থ হওয়ায় চীনকে অবশ্যই ‘জবাবদিহি’ করতে হবে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়