ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১৫ দিনে সপ্তমবার ভূমিকম্পে কাঁপলো মিজোরাম

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
১৫ দিনে সপ্তমবার ভূমিকম্পে কাঁপলো মিজোরাম

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো মিজোরাম। রোববার (০৫ জুলাই) স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.৬।

ন্যাশনাল সেন্টার ফল সিসমোলোজি জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল মিজোরামের দক্ষিণ পশ্চিমের জেলা চাম্পাইয়ে, গভীরতা ছিল ২৫ কিলোমিটার। এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এনিয়ে গত ১৫ দিনে সপ্তমবার ভূমিকম্প ঘটলো মিজোরাম রাজ্যে। দুদিন আগে এই চাম্পাইয়ে ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

এরপর পরাঘাতে কেঁপেছে ফারকাউন, খুয়াঙ্গথিং, খাউবাং, থেকপুই, জাওলসেই ও ভারত-মিয়ানমার সীমান্তবর্তী জেলার আরও কয়েকটি গ্রাম।

এর আগে ১৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত চাম্পাইসহ সাইতুয়াল ও সারচিপ জেলায় ধারাবাহিক ভূমিকম্পের ঘটনা ঘটেছিল। গত ২২ জুন ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল চাম্পাই জেলায়।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়