ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো কাতারে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো কাতারে

মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে কাতারে। সোমবার (৬ জুলাই) দেশটিতে নতুন করে ৫৪৬ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫ জন। খবর আল জাজিরার।

কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ৩৪৫ জন। মোট মৃতের সংখ্যা ১৩৩ জন।

কাতারে ২ কোটি ৮ লাখ লোকের বাস। তার মধ্যে মাত্র ১২ শতাংশ কাতারি। মূলত করোনা আক্রান্তের সংখ্যা বেশি নিম্ন আয়ের প্রবাসী কর্মজীবী শ্রেণির মধ্যে। যারা জনাকীর্ণ কোয়ার্টারে বসবাস করে।

১৫ জুন থেকে কাতার চার ধাপে লকডাউন তোলার প্রক্রিয়া শুরু করেছে। ১ জুলাই থেকে লকডাউন তোলার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। খুলতে শুরু করেছে রেস্টুরেন্ট, বিচ ও পার্ক।

গালফ অঞ্চলের দেশগুলোর মধ্যে কাতারে দ্বিতীয় সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগী রয়েছে। সর্বোচ্চ রয়েছে সৌদি আরবে। সেখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৭১৬ জন। সব মিলিয়ে গালফ অঞ্চলে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮৯ হাজার জন। মৃতের সংখ্যা ৩ হাজার।

এদিকে কুয়েতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। সোমবার সেখানে আক্রান্ত হয়েছে ৫৩৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৬৪৪ জন। এ পর্যন্ত মারা গেছে ৩৭৩ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়