ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রাজিলে শুরু হচ্ছে চীনের টিকার ট্রায়াল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩২, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাজিলে শুরু হচ্ছে চীনের টিকার ট্রায়াল

মহামারি করোনাভাইরাসে নাকাল ব্রাজিল। মৃত্যুর মিছিল বেড়েই চলছে। আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। কিছুদিন আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি টিকার ট্রায়াল শুরু হয়েছে সেখানে। এবার সাও পাওলোর গভর্নর জানিয়েছেন ২০ জুলাই থেকে চীনের সরকারি সংস্থা সিনোভ্যাকের তৈরি একটি সম্ভাব্য কোভিড-১৯ টিকার ট্রায়াল শুরু করতে যাচ্ছে। ৯ হাজার স্বেচ্ছাসেবীকে দেওয়া হবে এই টিকা। খবর আল জাজিরার।

সবচেয়ে সম্পদশালী ও সবচেয়ে জনবহুল প্রদেশ সাও পাওলোর গভর্নর জোয়াও দোরিয়া বলেছেন, ‘আগামী ২০ জুলাই থেকে আমরা চীনের সরকারি সংস্থা সিনোভ্যাকের তৈরি সম্ভাব্য একটি করোনাভাইরাসের টিকা মানবদেহে প্রয়োগ শুরু করবো। এটা বুটানটান ইন্সটিটিউটের অংশীদারিত্বে চালানো হবে। সাও পাওলোর ১২টি গবেষণা কেন্দ্র ও অন্যান্য রাজ্যের ৪টি কেন্দ্র থেকে মোট ৯ হাজার স্বেচ্ছাসেবীকে পরীক্ষামূলকভাবে দেওয়া হবে এই টিকা।’

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে ব্রাজিল দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এ পর্যন্ত ১৬ লাখ ২৩ হাজার ২৮৪ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬৫ হাজার ৪৮৭ জন। সেরে উঠেছে ৯ লাখ ৭৮ হাজার ৬১৫ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়