ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তুরস্ক উপকূলে জাহাজ থেকে বাংলাদেশিসহ ২৭৬ জনকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তুরস্ক উপকূলে জাহাজ থেকে বাংলাদেশিসহ ২৭৬ জনকে উদ্ধার

এজিয়ান সাগর উপকূলে নোঙ্গর করা একটি জাহাজ থেকে ২৭৬ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তুর্কি কোস্টগার্ড। এদের মধ্যে কয়েক জন বাংলাদেশি রয়েছেন। মঙ্গলবার তুর্কি কোস্টগার্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, তুর্কি পতাকাবাহী জাহাজটির গতিবিধি দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা হচ্ছিল। সোমবার তুরস্কের পশ্চিমের প্রদেশ ইজমির থেকে অভিবাসন প্রত্যাশীরা জাহাজটিতে ওঠে। মঙ্গলবার জাহাজে অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ। উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সিরিয়া, ইরান, আফগানিস্তান, বাংলাদেশ ও সোমালিয়ার নাগরিক রয়েছে। তবে কোন দেশের কতজন নাগরিক তা জানায়নি কোস্টগার্ড। এরা সবাই তুরস্ক হয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল।

২০১৫-১৬  সালে তুরস্ক হয়ে ১০ লাখের বেশি অভিবাসন প্রত্যাশী গ্রিসে প্রবেশ করেছে। ২০১৬ সালে অভিবাসন প্রত্যাশীদের যাতে তুরস্ক আটকে রাখে সেজন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আঙ্কারার চুক্তি হয়। তবে গত ফেব্রুয়ারিতে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নকে জানিয়ে দেয়, তারা আর অভিবাসন প্রত্যাশীদের সীমান্ত পার হওয়া ঠেকাবে না।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়