ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়ে

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার করোনা আক্রান্ত নিয়ে সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের হিসেব অনুযায়ী বিশ্বে ভাইরাসে পাঁচ লাখ ৫২ হাজার ৭৮১ জনের মৃত্যু হয়েছে।

একই দিন আক্রান্তের সংখ্যা এক কোটি ২১ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে।

আক্রান্ত ও মৃতের তালিকায় যথারীতি শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৩১ লাখ ৫৯ হাজার ৫১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন এক লাখ ৩৪ হাজার ৮৮৩ জন আক্রান্ত। তালিকায় এর পরের অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে ১৭ লাখ ১৬ হাজার ১৯৬ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬৮ হাজার ৫৫ জন।

সম্প্রতি আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাত লাখ ৭২ হাজার এবং মৃতের সংখ্যা ২১ হাজার ১৭৪ জন।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়