ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৬ সপ্তাহে আক্রান্ত ৬০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৬ সপ্তাহে আক্রান্ত ৬০ লাখ

ডিসেম্বরের শেষ নাগাদ চীনের উহানে শুরু হয়েছিল করোনাভাইরাসের প্রাদুর্ভাব। জানুয়ারিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়াতে শুরু করে প্রাণঘাতি এই ভাইরাস। গত সাত মাসেরও বেশি সময়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ। এদের মধ্যে অর্ধেক অর্থাৎ প্রায় ৬০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন গত ছয় সপ্তাহে।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থার প্রধান টেডরস গেব্রিয়াসাস আধানম জানিয়েছেন, করোনার সংক্রমণ এখনও ‘তীব্র গতিতে’ বাড়ছে  এবং অধিকাংশ দেশই একে নিয়ন্ত্রণে আনতে পারেনি।

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায়  এক কোটি ২০ লাখ মানুষ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে। এদের অর্ধেকই আক্রান্ত হয়েছে গত ছয় সপ্তাহে। করোনার এই প্রাদুর্ভাব স্বাস্থ্যখাতে ও বিস্তৃত সমাজে বৈশ্বিক ও জাতীয় অসমতার চিত্রটি ফুটিয়ে তুলেছে।

আধানম বলেন, ‘প্রায়ই বলা হয়, রোগ কোনো সীমান্ত চেনে না। এটি আমাদের রাজনৈতিক পার্থক্যকে পরোয়া করে না এবং আমাদের স্বাস্থ্য ও অর্থনীতির মধ্যে ব্যবধানের অঙ্কিত চিত্র, জীবন ও জীবিকাকে উপেক্ষা করে। কোভিড-১৯ এগুলোর সবকিছুকে বিপর্যস্ত করেছে।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়